নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নওগাঁ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শামসুল আলম প্রামাণিকসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
রোববার সন্ধ্যায় মান্দা উপজেলার ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি,যুবদল,ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক দোডাঙ্গী দক্ষিণ পাড়ায় এ মাহফিলের আয়োজন করা হয়।
এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সাবেক ছাত্রনেতা,বিশিষ্ট শিল্পপতি ও
নওগাঁ-৪৯ (মান্দা-৪) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাদিকুল ইসলাম সোহাগ। এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন।
এসময় জিয়া সাইবার ফোর্স, মান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও জিয়া সাইবার ফোর্স, নওগাঁ জেলা শাখার সদস্য জুয়েল রানা'র সঞ্চালনায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে। তাঁরা সরকারের নানা দুর্নীতি ও দমননীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী দিনে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
এসময় জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলার যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন শাহ, বিএনপি নেতা আক্কাস আলী মাষ্টার, রাজু মেম্বার,যুবদল নেতা মুক্তার হোসেন,বিএনপি নেতা আব্দুল হামিদ,ছাত্রদল নেতা রকি শাহ প্রভাষক ইয়াজিজ আলীসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি সাদিকুল ইসলাম সোহাগ বলেন, "ইফতার মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ঐক্য গড়ে তোলার অন্যতম মাধ্যম। রমজান আমাদের ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়, আর বিএনপি সবসময় জনগণের দুঃখ-কষ্টের পাশে থেকেছে।"
তিনি আরও বলেন, "এই পবিত্র রমজান মাসে আমরা দোয়া করছি—আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হয়। পাশাপাশি, প্রয়াত নেতা শামসুল আলম প্রামাণিকসহ সকল শহীদ ও প্রয়াত নেতাকর্মীদের আত্মার শান্তি কামনা করছি।"
এসময় অন্যান্য বক্তারা বলেন, "রমজান ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির মাস। আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে এই শিক্ষাকে ধারণ করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থাকতে হবে।"
ইফতার পূর্বে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুনঃ ইসলামপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অধ্যক্ষকে লাঞ্চিতের অভিযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.