পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের পটিয়ায় থানা পুলিশের অভিযানে বৈদ্যুতিক খুটি থেকে বৈদ্যুতিক তার চোর চক্রের সক্রিয় সদস্য মোহাম্মদ নয়ন (২৭) নামের এক চোরকে ৮৫ মিটার চোরাই তারসহ গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) ভোরে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালাস্থ জলুর দীঘি বিশ্বনাথ বাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নয়ন চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট মির্জা বাড়ি এলাকার আবদুস সালামের পুত্র। পুলিশ জানায়, রাতে বৈদ্যুতিক খঁুটি থেকে বৈদ্যুতিক তার চোর চক্রের বিশাল একটি সক্রিয় সিন্ডিকেটের খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে।
এসময় মো. নয়ন নামের চক্রের এক সদস্যকে গ্রেপ্তার ও ৮৫ মিটার চোরাই তার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নয়নকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া চোর চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।
এদিকে পৃথক অভিযানে মো: মহিউদ্দিন (৪৫) নামের চিহ্নিত এক মাদক কারবারিকে ২০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছে।
সে উপজেলার উত্তর হাইদগাঁও গ্রামের আব্দুস সোবহান তালুকদারের বাড়ী ৮নং ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের পুত্র। রবিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এসময় তার স্বীকারোক্তি মতে তার বসতঘরের শয়ন কক্ষ থেকে দুইশত লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পুলিশ জানান, মহিউদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও বৈদ্যুতিক তার চোর চক্রের সদস্যকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সুএে জানায়, কেলিশহর ও হাইদগাও পুরো ইউনিয়নে পাহাড়ি জনপদে রমরমা মাদক ব্যাবসা চালাচ্ছে একটি শক্তি শালী সিন্ডিকেট।
এ চক্রটি পাহাড়ি সুড়ঙ্গ পথে বাংলা মদ এনে পুরো পটিয়া উপজেলায় সাপ্লাই করেন বলে বিশ্বস্ত সুএে জানায়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.