নিজস্ব প্রতিনিধি (তারিকুল ইসলাম তারা): কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী কালাম মোড় সংলগ্ন গুচ্ছ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুচ্ছগ্রামের একটি বাড়ি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। খবর পেয়ে রাজিবপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে দুটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়, ফলে ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply