গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকা শুভ কামনায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পিচুটিয়া গ্রামে অবস্থিত শ্রী শ্রী পাগল রামগোপাল ব্রহ্মচারী মন্দিরে আগামী ৮ মার্চ (শনিবার) অরুনোদয় হতে ১২ মার্চ পর্যন্ত ৫ দিনব্যাপী ৪০ প্রহরব্যাপী মহানামজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
এই মহতী আয়োজনে সভাপতির দায়িত্ব পালন করেন, নিতাই চন্দ্র জোয়ারদার। সিনিয়র সহ-সভাপতি ছিলেন, নারায়ণ পোদ্দার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন, নীহার রঞ্জন দাস। এছাড়া সহ-সভাপতির দায়িত্ব পালন করেন, শ্রী মনতোষ চন্দ্র পাল এবং কোষাধ্যক্ষ হিসেবে ছিলেন, গোপাল চন্দ্র সেন।
উক্ত সংকীর্তনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শ্রী কৃষ্ণপদ ঘোষ, শ্রী রতন চন্দ্র দেবসাথ ও শ্রী চন্দন সাহা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলার পিচুটিয়া সার্বজনীন স্বর্গীয় মনমোহন ধর সেবাশ্রম। অনুষ্ঠানে দিনরাত ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ এই আয়োজনে ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি এক অনন্য পরিবেশ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
[video width="848" height="480" mp4="https://www.dashani24.com/wp-content/uploads/2025/03/VID-20250311-WA0014.mp4"][/video]
আরও পড়ুন ঠাকুরগাঁওয়ে হাসপাতালে দিনভর সাহায্য করে সন্ধ্যায় শিশু চুরি !
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.