মো: নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
'দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচাই প্রান ক্ষয়ক্ষতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সার্কিট হাউজ মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে মহড়া প্রদর্শন করা হয় ।
এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
তিনি বলেন, দুর্যোগ প্রতিরোধে আমাদেরকে সহনশীলতা এবং বেশি বেশি সচেতনতা সৃষ্টি করতে হবে। দুর্যোগ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই।
শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অভিভাবক ও সাধারণ মানুষদেরকে সচেতন করতে হবে। আমরা নিজেরা সচেতন হব এবং অন্যদেরকে সচেতন করব। বর্তমান সময়ে দুর্যোগ প্রতিরোধ আমাদের সম্পদহানী হচ্ছে এবং প্রাণহানি কমে এসেছে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, রেড ক্রিসেন্টের প্রতিনিধি মিনহাজুল ইসলাম, জয়পুরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম।
আরও পড়ুন জয়পুরহাটে আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ’র বই পেলেন ১৫ শিক্ষার্থী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.