মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ এর যোগদান। গত বুধবার তিনি জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান পত্র দাখিল করেন।
সকাল ১০’টায় নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় তাকে উপজেলার প্রশাসনের প্রায় সকল দপ্তর প্রধানগন ফুলের শুভেচ্ছা জানান।
নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ দেশের আধুনিক শিক্ষার জেলা হিসাবে পরিচিত টাংগাইলের বাসাইল উপজেলার নাইকানী গ্রামের একজন বিশিষ্ট ব্যবসায়ী পরিবারে জন্ম গ্রহণ করেন।
পাশের গ্রামের ঈশরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিক্ষা জীবনে প্রবেশ করেন। ১৯৯৮ সালে উক্ত প্রতিষ্ঠান থেকে সফলতার সহিত পঞ্চম শ্রেণী পাশ করে ঢাকার মিরপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন।
২০০৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে আবারও বিজ্ঞান বিভাগে ঢাকা ক্যান্টেরমেন্টের অভ্যন্তরে শহীদ আনোয়ার গার্লস কলেজে ভর্তি হন তিনি। ২০০৫ সালে তিনি এইচএসসি সফলতার সহিত পাশ করে উচ্চত্বর ডিগ্রী অর্জণের জন্য রসায়ন বিষয় নিয়ে ঢাকার ইডেন মহিলা কলেজের ভর্তি হয়।
নারী জগতের প্রসিদ্ধ বিদ্যাপিঠ ইডেন মহিলা কলেজ থেকে ২০০৯ সালে তিনি অর্নাস এবং একই প্রতিষ্ঠান থেকে ২০১০ সালে মার্ষ্টাস পাশ করেন।
এরপর তিনি ৩৬’তম বিসিএস পরীক্ষায় (প্রশাসন) সুপারিশ প্রাপ্ত হয়। চাকুরী জীবনে প্রথমে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে (শিক্ষানবিশ) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন।
৩ বছর পর বগুড়া থেকে বদলী হয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) দ্বায়িত্ব পালন করেন। পরবর্তীতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়েও তিনি কর্মরত ছিলেন। সর্বশেষে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে তিনি গত বুধবার জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পর রোমানা রিয়াজ বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ জনবান্ধব হিসাবে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই।
এক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় উপজেলার সকল জনপ্রতিনিধি, সুশীলসমাজ, সাংবাদিক ও সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।
আরও পড়ুন জয়পুরহাটে ধর্ষকদের কুশপুতুল ফাঁসিতে ঝোলালো ছাত্র-জনতা
Leave a Reply