মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযানের প্রতিবাদ এবং এসব ইটভাটা চালু রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ইট প্রস্তুতকারী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সেই সঙ্গে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে তারা।
বিভিন্ন ইটভাটার মালিক–শ্রমিক মিলে পাঁচ শতাধিক মানুষ আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন, জয়পুরহাট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হাকিম মন্ডল, বাংলাদেশ ইট প্রস্তুত কারী মালিক সমিতির জয়পুরহাট সদরের সভাপতি মাসুদ রানা প্রধান, সিনিয়র সহ সভাপতি, আবু রায়হান উজ্জ্বল প্রধান, সাংগঠনিক সম্পাদক, মোঃ মামুনুর রশিদ, সচিব, আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।
বক্তব্য তাদের দাবী উল্লেখ করেন, ২০১৩ সনের ইটভাটা নিয়ন্ত্রন আইনের জিগজ্যাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও উক্ত আইনের ৮(৩) এবং ৮(৩) (খ) উপ-ধারায় দুরত্ব নির্দিষ্ট করনের কারণে দেশের কিছু জিগজ্যাগ ভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড কিলন এবং ট্যানেল কিলন এর ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দুরত্ব ১০০০ মিটারের পরিবর্তে ৪০০ মিটার নির্ধারণ করেছে, সুতরাং আমাদের জিগজ্যাগ ভাটার জন্য উক্ত আইনের ৮(৩) (ঙ) ধারায় নিষিদ্ধ এলাকার দুরত্ব ৪০০ মিটার
এবং আইনের ৮ (৩) (খ) বণের দূরত্ব ৭০০ মিটার করে লাইসেন্স ও ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারির মাধ্যমে ইট-ভাটা পরিচালনা করার সুযোগ, জিগজ্যাগ ইটভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট পরিচলনা করা যাবে না, তাহা না হলে আমরা ভ্যাট ট্যাক্স বন্ধ করে দিতে বাধ্য হবো।
কোন ইট ভাটা বন্ধ করতে হলে সরকারী ভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে। মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়ন পত্র নেয়ার বিধান বাতিল করতে হবে। ইট-ভাটাকে শিল্প হিসাবে ঘোষনা করার দাবী করছি। ইট-ভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদি পূর্নাঙ্গ নীতিমালা প্রনয়ন করতে হবে দাবি করেন।
আরও পড়ুনঃ জয়পুরহাটে শিক্ষকের সাথে প্রতারণায় অন্য শিক্ষক সহ আটক-৩
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.