মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে শিক্ষকের সাথে প্রতারণা করায় মাদ্রাসা শিক্ষকসহ তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ৩টায় পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এঘটনায় জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী প্রাইমারি শিক্ষক মীর মাহবুবুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের ধানমন্ডি এলাকার সামসুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (৩৫), সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের কাজী মোফাজ্জল হোসেনের ছেলে ও বানিয়াপাড়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক (গণিত) কাজী মাহফুজুর রহমান ওরফে মাস্টার (৫০) ও সাবিনা ইয়াসমিন। এছাড়াও এঘটনায় খলিলুর, বাপ্পি ও নাহিদসহ ৪/৫ জন আসামী পালিয়েছে। রিপোর্ট লেখার আগ পর্যন্ত জানা সম্ভব হয়নি সাবিনা ইয়াসমিনের পরিচয়।
প্রেস বিজ্ঞপ্তি বিশ্লেষণে দেখা যায়, জেলার সদর উপজেলার ধারকী গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান নামে এক প্রাইমারি শিক্ষকের সাথে প্রতারনা করে আসামীরা। অপহরন করে ৫লাখ টাকা মুক্তিপণ দাবী করে আসছিল। এরমধ্যে কিছু টাকাও দিয়েছিল মাহবুব। কিন্ত তার কাছ থেকে বারবার কৌশলে মুক্তিপনের টাকা আদায় করে যাচ্ছিল প্রতারকরা। এক পর্যায়ে মামলা করলে পুলিশ কৌশলে তাদের গ্রেপ্তার করে। এসময় আসামীদের নিকটে পঞ্চম হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বর্তমানে তাদের জেল হাজতে পাঠিয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, এঘটনার আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আর পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ লাকসামে পিএফজি’র সম্প্রীতি সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.