তানিম আহমেদ (নালিতাবাড়ী) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আব্দুল হাকিম স্মৃতি মডেল স্কুল ও কলেজে বিএম সাবাব ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঠিকানা’র বাস্তবায়নে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১ মার্চ) ১০ রমজান আয়োজিত এই অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলার প্রায় ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বাংলাদেশ জামায়েত ইসলামের সমর্থিত এমপি পার্থি মোঃ গোলাম কিবরিয়া (ভিপি)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।
অন্যান্য অতিথিদের মধ্যে নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীরে আমির মাওলানা আফসার উদ্দিন ও নালিতাবাড়ী পৌর জামায়েত এর সেক্রেটারি মোঃ আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।
ঠিকানা’র প্রতিনিধি মোজাহিদুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে মোঃ গোলাম কিবরিয়া বলেন, “এই আয়োজন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে এবং সকল সেচ্ছাসেবী সংগঠন এর মাঝে ঐক্যবদ্ধ গড়ে তুলবে। সেই সাথে সেচ্ছাসেবী হিসাবে সবাই এক সাথে কাজ করে সুন্দর নালিতাবাড়ী উপজেলা গড়ে তুলবো।”
ইফতারের আগে, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে তাদের কাজের অভিজ্ঞতা বিনিময় করেন। এছাড়াও, তারা ভবিষ্যতে একসাথে কাজ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন। এই আয়োজনটি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে একতা ও সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
আরও পড়ুন ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া নবজাতক ২ দিনেও উদ্ধার হয়নি, ছাত্র-জনতার প্রতিবাদ কর্মসূচী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.