তানিম আহমেদ নালিতাবাড়ি( প্রতিনিধি )।
শেরপুরের নালিতাবাড়ীতে অসংক্রামক রোগ প্রতিরোধের লক্ষ্যে শরীরচর্চা এবং কায়িকশ্রমের গুরুত্ব নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা এবং সেন্টার ফর ল এন্ড পলিসি যৌথভাবে এই সভার আয়োজন করে।
১২ মার্চ, বুধবার নালিতাবাড়ী পৌর প্রশাসকের কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা কামরুল হক।
সভায় বক্তারা অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িকশ্রম নিশ্চিত করার জন্য খেলার মাঠ, পার্ক এবং উন্মুক্ত স্থানগুলোর উন্নয়ন ও সংস্কারের ওপর জোর দেন। বক্তারা শিশুদের সাঁতার শিক্ষা এবং রাস্তার পাশে ফুটপাত নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, খেলাধুলার বিভিন্ন উপকরণ ও মাঠ সংস্কারের জন্য বাজেট বৃদ্ধির বিষয়েও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল স্মৃতি কলেজের সাবেক এজিএস শফিকুল ইসলাম হেলাল, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, পৌরসভার স্টাফ আমিনুল ইসলাম, জমির উদ্দিন, ইফতেখারুল আলম, আসাদুজ্জামান, মনির হোসেন, মাইনুল ইসলাম, মোঃ আক্কাস, হুমাইয়া জামান, ফারজানা সহদেব সাহা, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সদস্য শাহিন আলম এবং পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও কর্মীরা।
আরও পড়ুনঃ চিরিরবন্দরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পরিচিত সভা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.