মালিকুজ্জামান কাকা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন সংগঠনের অতি গুরুত্বপূর্ণ নেতা সুমাইয়া ইলা। সংগঠনের গঠনতন্ত্রের অভাব, স্বজনপ্রীতি, অর্থ সংরক্ষণে অনিয়ম ও ক্ষমতা কাঠামোর অসঙ্গতির অভিযোগ তুলে তিনি স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সুমাইয়া ইলা তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, “আমি মাজলুমের পক্ষে কাজ করতে এসেছিলাম। কিন্তু এখানে নেতৃত্বের নামে স্বজনপ্রীতি, মব তৈরি করা, বিতর্কিত মন্তব্য দিয়ে পার পেয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। সংগঠনের নীতি, আদর্শ ও স্বচ্ছ নেতৃত্বের অভাব রয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, ছাত্র আন্দোলনের নামে ক্ষমতার অপব্যবহার হচ্ছে এবং সংগঠনের গঠনতন্ত্র এখনো গৃহীত হয়নি। সংগঠনের নেতৃত্ব পর্যায় থেকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হচ্ছে না এবং যারা প্রকৃতপক্ষে আন্দোলনে ভূমিকা রেখেছিলেন, তাদের নেতৃত্বে সুযোগ দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, “বন্যা তহবিলের ১৮ লাখ টাকার হিসাব আজও পরিষ্কার নয়। জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে লিয়াজুর নামে ক্ষমতা দখলের রাজনীতি চলছে। গণঅভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারা উপেক্ষিত, অথচ সুবিধাভোগীরা কমিটিতে জায়গা পেয়েছে।”
পদত্যাগী এই নেত্রী আরও বলেন, “এই আন্দোলনের আদর্শ কী, সেটাই এখন পরিষ্কার নয়। এখানে রাইটিস্ট, লেফটিস্ট, মধ্যপন্থী, ধর্মভিত্তিক, সেক্যুলার সব মিশিয়ে এক জগাখিচুড়ি তৈরি করা হয়েছে। যশোর কমিটির গঠনপ্রণালী ও কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব স্পষ্ট।”
তিনি অভিযোগ করেন, সংগঠনের মূল চেতনা থেকে সরে গিয়ে এখন রাজনৈতিক দখলদারিত্ব চলছে। ছাত্র রাজনীতির নামে স্বার্থ হাসিলের চেষ্টা হচ্ছে, অথচ প্রকৃত কর্মীরা মূল্যায়িত হচ্ছেন না।
পদত্যাগের পর তিনি বলেন, “গণমানুষের অধিকার আদায়ে আমার কোনো সংগঠনের পরিচয়ের প্রয়োজন নেই। আমি সর্বদা নিপীড়িত, অসচ্ছল ও বৈষম্যের শিকার মানুষের পক্ষে থাকবো।”
এই পদত্যাগ নিয়ে সংগঠনের কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্বের সংকট নিয়ে যশোরের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
আরও পড়ুনঃ ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় জিরা সহ কারবারি গ্রেফতার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.