মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশরীভূজা জামিয়া আরাবিয়া ইসলামিয়া কাওমী মাদ্রাসার উদ্বেগে এতিম শিশুদের জন্য ইফতার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
১৩ রমজান শুক্রবার আসরের নামাজের পর ইফতার মাহফিলে কুরআন ও হাদিস থেকে
আলোচনা প্রেস করেন শায়েখ তৌহিদ বিন তোফাজ্জল হক।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী গ্রামের বিশিষ্ট ঠিকাদার আব্দুল মান্নান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জার্মান প্রবাসী শফিকুল ইসলাম, মুশরীভূজা ক্বাওমি মাদ্রাসার সাধারণ সম্পাদক, মোঃ সারোয়ার জাহান মাষ্টার, স্থানীয় ওলামায়ে কেরামগণ প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
[caption id="attachment_14960" align="alignnone" width="300"] হাঁটতে অক্ষম লোকদের মাঝে হুইল চেয়ার বিতরণের একাংশ [/caption]
১৩ রমজান শুক্রবার বিকেলে প্রধান অতিথি আব্দুল মান্নানের সহায়তায় প্রায় ১০০০ এতিম শিশুদের মাঝে ইফতার বিতারন, চারজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ সহ বেশ কয়েকজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময়, ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা গ্রামের মজিবুর রহমান, দলাদলি গ্রামের সেলিনা বেগম, মুশরীভূজা গ্রামের হেফাজ আলী, বারইপাড়া গ্রামের কদবানু বেগম, ও প্রতিবন্ধী ব্যক্তিরা হলেন পীরগাছী গ্রামের জসিম উদ্দীনের মেয়ে আয়েশা খাতুন, একই দেলাওয়ার হোসেনের ছেলে, সাইরুল ইসলাম, ঘাইবাড়ী গ্রামের সেরাজুলের ছেলে, তাজামুল হক, বারইপাড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে, মোঃ হৃদয়, আর্থিক সহায়তা ও হুইল চেয়ার বিতরণ শেষে এতিম শিশু সহ প্রায় কয়েক হাজার এলাকার সাধারণ মানুষ নিয়ে ইফতার করেন, বিশিষ্ট ঠিকাদার আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমি আপনাদের সাথে সারা জীবন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই রমজান মাস গুনাহ মাফের মাস আপনারা সকলেই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর কেউ যদি কোন সমস্যায় পড়ে আমাকে স্বরন করে আমি আমার স্বাদ্ধ মত তাকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ । ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ তোফাজ্জল হোসেন ।
আরও পড়ুনঃ ঝিনাইগাতী মহিলা আওয়ামী লীগের আহবায়ক রুপালি গ্রেফতার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.