মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৪মার্চ) ভোরে উপজেলার তেতুলতলা বাজারের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এই নেত্রী তেতুলতলা এলাকার আব্দুর রহিম পাগলার মেয়ে।পুলিশ জানায়,উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালির নামে ঝিনাইগাতী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী হওয়ায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় শুক্রবার ভোরে গ্রেফতারের পর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ পলাশবাড়ীর মনোহরপুরে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
Leave a Reply