মোঃ শাকিল আহামাদ রাজশাহী
তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল-এর সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক সুরুজ আলী, সদস্য মিশাল মণ্ডল, মশিউর রহমান ও বখতিয়ার শাহরিয়ার লিয়ন। এ সময় তানোর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলিফ হোসেন-ও উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভায় পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ দৃঢ়ভাবে অঙ্গীকার করেন যে, তারা পেশাদার সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সবসময় পাশে থাকবেন এবং সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় একযোগে কাজ করবেন।
তানোর প্রেসক্লাবের পক্ষ থেকেও এই উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশ্বাস দেওয়া হয়।
আরও পড়ুনঃ পটিয়ায় বিএনপি নেতা জাফর ফারুকী মৃত্যুতে দক্ষিণ জেলা বিএনপি’র শোক
Leave a Reply