মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধিঃ সম্প্রতি সারা দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির দাবি জানিয়ে হাটহাজারীতে চট্টগ্রামের বেশ কিছু সামাজিক ও মানবিক সেচ্ছাসেবী সংগঠন। তাদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার দুপুর দুইটায় হাটহাজারী র ইমাম শেরে বাংলা রহঃ মাজার গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে হাটহাজারীর বাসস্ট্যান্ড চত্বরে এসে সমাপ্তি হয় পরে হোটেল আল জামান এর সামনে নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মানব বন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে অংশ নেন চট্টগ্রামের সামাজিক ও মানবিক সেচ্ছাসেবী সংগঠন গুলো।
এতে বক্তব্য রাখেন ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ আলম, শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব লায়ন ডা. হাফিজুর রহমান, কেয়ার পার্ক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নাছির উদ্দিন রুবেল, মানবতার কল্যাণে আমরা সংগঠনের উপদেষ্টা জনাব গাজী মোহাম্মদ মাঈনুদ্দীন, জনাব মোহাম্মদ শাকিল, জনাব মোহাম্মদ এস, এম, সাজ্জাদ সহ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী মোহাম্মদ জামান , এক টাকায় বস্ত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ খুরশেদ, হাফেজ জিন্নাহ ব্লাড ডোনার্স এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ ওসমান গণি, সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ সাহেদুল আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদুল ইসলাম মুন্না ও আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের সেচ্ছাসেবী সংগঠন গুলোর নেতৃত্ব বৃন্দ গন।
বক্তারা বলেন, আমার সোনার বাংলায় কোন ধর্ষকদের ঠাঁই হবে না। তাদের একমাত্র শাস্তি প্রকাশ্যে মৃতুদণ্ড। যেন এমন কাজ করার সাহস কেউ না পায়। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং বিচারহীনতার বিষয় তুলে ধরা হয়। বক্তারা আরো বলেন ধর্ষণ আজ সমাজের জন্য মারাত্মক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে।
একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা শাস্তির আওতায় আসছে না।ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়। পাশাপাশি, শাহবাগে পুলিশের ওপর হামলা দেশের আইন-শৃঙ্খলার ওপর চরম আঘাত। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
উত্তর চট্টগ্রামের স্বেচ্ছাসেবী, মানবিক ও রক্তদাতা সংগঠনের ব্যানারের এই মানববন্ধন টি বাস্তবায়ন হয়, প্রোগ্রামে বক্তারা মানবতার কল্যাণে আমরা ও হাফেজ জিন্নাহ ব্লাড ডোনার্স এবং সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েন কে সহ সকল সংগঠন কে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন পলাশবাড়ির মনোহরপুরে রংধনু চাইনিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.