পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিচ মিয়া বলেছেন, বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে, দলের শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্তা নেওয়া হবে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান অন্যাতাই বিএনপি আন্দোলনে যেতে বাধ্য হবে। গত ১৭ বছর বিএনপি রাজপথে মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামে ছিল ভবিষ্যতে আন্দোলনের জন্য প্রস্তুত বিএনপি। তিনি ১৩ মার্চ বৃহস্পতিবার পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে পটিয়া পৌরসভা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে ও আবদুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহেদুল হক, জসিম উদ্দীন মাস্টার, আবদুল জলিল চৌধুরী, ইদ্রিচ পানু, নাজমুল হোসেন, হাজী নজরুল ইসলাম, আনোয়ার হোসেন মিয়া, আবচার উদ্দিন সোহেল, মিশকাত আহমদ, ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন, গাজী মনির, আবুল মনছুর আজাদ, ফরিদ আহমদ, গাজী জমির উদ্দীন মানিক, শাহনুর মিয়া, রবিউল হোসেন বাদশা, নাছির উদ্দীন,
হাশমত আলী, জাহেদ খোকন, জসিম উদ্দীন, মির্জা ইব্রাহিম, নাজিম উদ্দীন,
আরিফ উদ্দিন, ফরহাদ তাজবিদ, ইফতেখার নোমান, শাহিনুল হক, রিদোয়ান আরিফ,কায়সার, নাজমুল, জাহাঙ্গীর আলম প্রমূখ। প্রধান অতিথি ইদ্রিচ মিয়া আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নির্দেশনা তৃণমূলে ছড়িয়ে দিতে হবে। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।
আরও পড়ুনঃ গাইবান্ধায় আগামী ১৬ মার্চ ঝুঁকিপূর্ন অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হইবে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.