মালিকুজ্জামান কাকা
যশোর শিক্ষাবোর্ড। এর অনলাইন সেবার ধরন বদলে গেল। আগে আবেদন করলে আগে সেবা পাবেন এই অঙ্গীকারে চালু করা হয়েছে একটি অ্যাপ। যার নাম ফার্স্ট ইন ফার্স্ট আউট-এফআইএফও। এই সেবা চালুর মাধ্যমে সেবা প্রদানে আরও একধাপ এগিয়ে গেলো যশোর শিক্ষা বোর্ড। যশোরে সদ্য যোগদানকারী চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মৎ আসমা বেগম সেবাটি চালু করেছেন।
যশোর বোর্ডে যোগদান করেই তিনি পরিকল্পনা করেন মানুষকে কীভাবে বৈষম্যহীন সেবা প্রদান করা যায়। সেই চিন্তা থেকেই এফআইএফও অ্যাপ চালু করেছেন তিনি।
এ প্রসঙ্গে চেয়ারম্যান আসমা বেগম বলেন,‘সেবা প্রদানের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকা উচিত না। তারপরও ইতিপূর্বে কোনো সেবা গ্রহীতা আবেদন করে দিনের পর দিন অপেক্ষায় থাকতেন, আবার কোনো কোনো সেবা গ্রহীতা পরে আবেদন করে আগে সেবা নিয়ে চলে যেতেন। যা, রীতিমতো বৈষম্য ও বেদনাদায়ক। নতুন অ্যাপ চালুর ফলে এই অবস্থা আর থাকবে না। এখন যিনি আগে আবেদন করবেন, তিনি আগে সেবা পাবেন।’ বৃহস্পতিবার বিকেলে বোর্ড চেয়ারম্যানের সভাকক্ষে ‘আগে আবেদন আগে সেবা’ সফটওয়্যারটির উদ্বোধন করেন চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোছাম্মৎ আসমা বেগম।
কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষাবোর্ডে অনলাইন সেবা প্রদান আরও গতিশীল,জনবান্ধব করার জন্য কলেজ ও বিদ্যালয় শাখার সকল অনলাইন সেবা কার্যক্রম আবেদনের ক্রম (আইডি) অনুযায়ী নিষ্পন্ন করার জন্য ফার্স্ট ইন ফার্স্ট আউট (এফআইএফও) পদ্ধতি চালু করা হয়েছে। এ পদ্ধতিতে একজন সেবা গ্রহীতা তার আবেদনের ক্রম (আইডি) অনুযায়ী অনলাইনে সেবা পাবেন। প্রত্যন্ত অঞ্চলের একজন সেবা প্রত্যাশী নিজ এলাকায় বসে অনলাইনে আবেদন করে দ্রুততম সময়ে কোনো রকম যোগাযোগ ছাড়াই সেবা পেয়ে যাবেন। ফার্স্ট ইন ফার্স্ট আউট-এফআইএফও পদ্ধতি চালু করায় যশোর বোর্ডের অনলাইন সেবা গ্রহণে বৈষম্য দূর হবে। এ পদ্ধতি বাস্তবায়নে চেযারম্যানে নির্দেশনায় আইটি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন এফআইএফও পদ্ধতিতে সেবা পেয়ে গ্রহীতারা বোর্ডের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করবেন। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে এই সেবা চলমান থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব এসএম মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মতিন, কলেজ পরিদর্শক তৌহিদুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক ডক্টর কামরুজ্জামান, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) ডক্টর রফিকুর রহমান, সিনিয়র সিস্টেম এনালিস্ট জাহাঙ্গীর কবিরসহ অন্যান্য কর্মকর্তারা।
আরও পড়ুনঃ দোল পূর্ণিমায় শনিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.