মালিকুজ্জামান কাকাঃ যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামে সন্ত্রাসীর গুলিতে আজগর আলী (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন।
সেখান থেকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সৈয়দপুর গ্রামের আব্বাস আলীর ছেলে আজগার আলী গ্রামের একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওইসময় সেখানে একই গ্রামের আব্দুস সালামের ছেলে সন্ত্রাসী ইমরান হোসেন তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেটি আজগার আলীর পায়ে লাগে।
গুলির শব্দ ও আজগার আলীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই সন্ত্রাসীকে ধরে গণধোলাই দেয়।
এদিকে গণপিটুনিতে আহত সন্ত্রাসী ইমরানকে হাসপাতালে নেয়ার পথে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। আহত আজগর আলী বিএনপির সমর্থক ও ইমরান আওয়ামী লীগের সমর্থক বলে জানায় এলাকার লোকজন।চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্চিতা সেন বলেন,‘আহতের পায়ে ক্ষত আছে।
এখানে অপারেশন করা সম্ভব না। তাই দ্রুত যশোরে রেফার করা হয়েছে।’ফুলসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, সৈয়দপুর গ্রামে ইমরানের নেতৃত্বে একটি বাহিনী গড়ে উঠেছে। শেখ হাসিনার আমল থেকে সে নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। শুক্রবার তারই ধারাবাহিকতায় গুলি করে বিএনপি কর্মী আজগার আলীকে হত্যার চেষ্টা করে। কিন্তু সে অল্পের জন্য বেঁচে গেছে।উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম বলেন, খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যাই এবং আহতের চিকিৎসার ব্যবস্থা করি।
এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। অপরাধীকে দ্রুত আটক করে শাস্তির দাবি জানান তিনি।থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের কাছে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে, পুলিশের একটি সূত্র জানায় ওসি ঘটনাস্থলে আছেন।
আরও পড়ুন রাজগঞ্জে রাস্তার পাশের মৃত কৃষ্ণচুড়া গাছ যেনো মরণ ফাঁদ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.