দিনাজপুর থেকে মো: ফজলুর রহমান:দিনাজপুরে প্রেসক্লাবে দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬১টি ভোটারের মধ্যে ৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে গোলাম নবীর দুলাল ৩৬ টি ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোর্শেদুর রহমান পেয়েছেন ১১টি ভোট। ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এর আগে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে স্বরুপ বকসী বাচ্চু, সহ-সভাপতি পদে শাহ আলম শাহী ও আজহারুল আজাদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক পদে রতন সিং, কোষাধক্ষ্য বিপুল সরকার সানি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশি কুমার দাস ঝন্টু, ক্রীড়া সম্পাদক পদে বেলাল উদ্দিন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার শহীদ মাহবুব হিরু,দপ্তর সম্পাদক পদে খাদেমুল ইসলাম, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক পদে মাসুদ রেজা হাই, সদস্য পদে রিয়াজুল ইসলাম, রুস্তম আলী মন্ডল, রফিকুল ইসলাম ফুলাল ও বাবু আহমেদ বাব্বা।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আশফাক আহমেদ ও অশোক কুমার কুন্ডু। শুক্রবার বিকেলেই নির্বাচন কমিশনার তাদের ফলাফল ঘোষণা করেন।
আরও পড়ুনঃ চৌগাছায় সন্ত্রাসীর গুলিতে বিএনপি কর্মী আহত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.