নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং কুসুম্বা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে রমজান ফুড প্যাক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এসব ফুড প্যাক বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক।
এসময় কুসুম্বা ইউনিয়নের আমির আব্দুর রাজ্জাক, সেক্রেটারি আব্দুল জলিল, নায়েবে আমির সাইফুদ্দিন, তরবিয়ত সেক্রেটারি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, শ্রমিক সভাপতি আব্দুস সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জামাতে ইসলামি একটি জনকল্যাণমুখী দল। বাংলাদেশের মানুষের যে কোন আপদে বিপদে বাংলাদেশ জামায়াতে ইসলামি সবার আগে ছুটে আসে।
আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারলে জামায়াতে ইসলামী এমন একটি সমাজ বিনির্মাণ করবে,যেখানে যাকাত নেওয়ার মত কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না।
তিনি আগামী দিনে সবাইকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছায়াতলে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।
আরও পড়ুন পটিয়ায় শিশুর মৃত্যু: চিকিৎসায় গাফিলতির অভিযোগ, হাসপাতাল ভাংচুর
Leave a Reply