মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, উৎসবভাতা, বাসা ভাড়া, মেডিকেল ভাতা সহ শিক্ষা ক্ষেত্রে সরকারী, বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলায় শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে ।
রোববার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষকরা চৌরাস্তায় আসে।
মানববন্ধনে বিটিএ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পবারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি নাসিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ আরো কয়েকজন শিক্ষক।
এ সময় বক্তারা বলেন, বে - সরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, পূর্নাঙ্গ উৎসব ভাতা, সরকারী নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা ঈদের আগে প্রদান করতে হবে। এর আগে আমাদেরকে অনেকবার আশ্বস্থ করা হয়েছে।
কিন্তু সরকারি স্কুলের শিক্ষকদের সাথে আমাদের বৈষম্য দুর হচ্ছে না। বৈষম্যহীন বাংলাদেশে আমরা আর বৈষম্যর স্বীকার হতে চাই না। তাই আমাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক না হলে ঈদের পরে কঠোর কর্মসূচির হুমকী দেন শিক্ষকরা। পরে শিক্ষকরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্বারকলিপি ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে জমা দেয় ।
আরও পড়ুন নরসিংদীর মনোহরদীতে দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার-২
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.