তানিম আহমেদ নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের প্রধান সড়কগুলোতে প্রতিদিন অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে তারাগঞ্জ দক্ষিণ বাজার ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে উত্তর বাজার শহীদ মিনার মোড় পর্যন্ত মাত্র এক কিলোমিটার রাস্তায় যানজটের কারণে পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চলমান রমজান মাসে এই । যানজটের মূল কারণ শহরে অতিরিক্ত অটো, রিকশা, ভ্যান, ট্রলি, ট্রাক্টর, ট্রাক ও বাসের চলাচল।অনেক চালকের ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানো।রাস্তার পাশে যত্রতত্র গাড়ি থামানো।ফুটপাত দখল করে দোকান ও ভাসমান বাজার বসা।যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্ত ট্রাফিক পুলিশের অভাব ।
যানজটের ফলে পথচারীদের চলাচলে অসুবিধা এবং সময় নষ্ট হচ্ছে।শব্দদূষণ বাড়ছে,দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে।স্থানীয়দের দাবি যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা। ফুটপাত দখলমুক্ত করা।
যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চলমান রমজান মাসে এই যানজটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। এমতাবস্থায় যেকোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা। স্থানীয় ভুক্তভোগীরা এই যানজট থেকে বাঁচতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন প্রশাসনের পদক্ষেপ ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানিয়েছেন, রাস্তার পাশের দোকানের বাইরের মালামাল এবং ভাসমান সবজির দোকান সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারজানা আক্তার ববি জানিয়েছেন, যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুনঃ মানবপাচার ও মাদক প্রতিরোধে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
Leave a Reply