গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় আ'লীগ নেতা ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহারিয়ার খান বিপ্লবকে আটক করেছে পুলিশ।
বিবরণে জানা যায় যে,গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে 'ডেভিল হান্ট’র বিশেষ
অভিযান চলাকালীন সময়ে সাবেক সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান
ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহারিয়ার খান বিপ্লবকে
আটক করেছে পুলিশ। গতকাল ১৫ মার্চ শনিবার রাত ৯ টার দিকে সাদুল্লাপুর চৌমাথা মোড় থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে,উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাদুল্লাপুরে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।এরই অংশ হিসেবে আলহাজ্ব শাহারিয়ার খান বিপ্লবকে আটক করা হয়।
তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ আছে কি-না কিংবা কোনো নির্দিষ্ট মামলার বিপরীতে তাকে আটক করা হয়েছে কিনা এ
বিষয়ে থানা পুলিশের নিকট তাৎক্ষণিক কিছু জানা সম্ভব হয়নি। তবে তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।
অপরদিকে চেয়ারম্যান বিপ্লব আটকের সংবাদ লোকালয়ে দ্রুত ছড়িয়ে পড়লে
স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা ও পর্যালোচনাসহ বিরূপ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।কৌতুহলী উৎসুক জনমনে এনিয়ে মিশ্র প্রতিক্রিয়াসহ গুঞ্জনের উদ্রেক হয়েছে।
তাদের জিজ্ঞাসা এটি কোনো রাজনৈতিক প্রতি-হিংসার অংশ কিনা।তবে পুলিশ বলছে,আটক কৃত ব্যক্তির বিষয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই ব্যবস্থা নেয়া হবে।
আলহাজ্ব শাহারিয়ার খান বিপ্লবের পরিবারসহ তার ঘনিষ্ঠজনরা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। আটক সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চলমান তদন্ত ফলাফলের অপেক্ষা করতে হবে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুনঃ নালিতাবাড়ী পৌর শহর যানজটে বিপর্যস্ত, নেই ট্রাফিক পুলিশ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.