মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দের আয়োজনে রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট ০২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: আসাদুজ্জামান, সদর থানার ওসি নূর আলম সিদ্দিক,
জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, রাশেদুজ্জামান রাশেদ, মিজানুর রহমান মিন্টু, রেজাউল করিম রেজা, সোহেল আহমেদ লিও, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল মোমেন মুনি, সিনিয়র সাংবাদিক মাজেদুর রহমান মাজেদ, আব্দুল আলীম, নির্বাহী সদস্য বিপুল কুমার সরকার, জাহাঙ্গীর আলম খান _ এবং ” মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান ” ( জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি ), সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply