মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
রাতের আঁধারে প্রবাসীর নারিকেল গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে গেঁড়া কলে ৬ যুব ও ছাত্রদল কর্মী। চোর ধরেও বিপদে গাছের মালিক প্রবাসীর পিতা নজু মিয়া। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ৩ নং সাগান্না ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাদপুকুরিয়া খালপাড়া গ্রামে।
জানা গেছে, রোববার রাত ১০ টার দিকে বাড়ির সবাই নামাজ কালাম শেষে ঘুমাতে যায়। হঠাৎ শব্দের আওয়াজ। প্রবাসীর স্ত্রী নার্গিস জানালা খুলে দেখে ডাব গাছের গোঁড়ায় অনেক মানুষ। চিৎকার চেঁচামেচিতে সবাই পালাতে পারলেও গাছে থাকা চোর একই গ্রামের আলমাচের ছেলে মিনারুল পালাতে পারিনি। তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে একে একে নাম বলতে থাকে যুব ও ছাত্রদলের অনেকের নাম। তাদের মধ্যে একই গ্রামের মৃত জিয়াউদ্দিনের ছেলে যুবদল নেতা হৃদয় আহম্মেদ, মুতালেব মিস্ত্রির ছেলে আরিফুল ইসলাম, মোস্তফার ছেলে অন্তর, দিলু মিয়ার ছেলে সোহান,লিয়াকত আলীর ছেলে রুবলেসহ নাম না জানা আরও অনেকে।
এ ঘটনা লোকমুখে না ছড়াতেই ২ নং ওয়ার্ডের মেম্বার আকবার মিয়া এবং একই গ্রামের তোতা মিয়া ডাব চোরদের সাথে নিয়ে প্রবাসীর স্ত্রী নার্গিস এবং তার শশুর নজু মিয়ার কাছে গোপনে ক্ষমা চেয়ে আসেন তারা। এঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর গল্প তৈরি হয়েছে।
যুব ও ছাত্র দলের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন গ্রামের হৃদয়সহ ১০/১২ জন ছেলের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তারা বড়দের সম্মান করেনা। বিশেষ করে বাদপুকুরিয়া ভিআইপি মোড়ে তাদের জন্য আসাই বিপদজনক। পুনোরায় দেশ স্বাধীন হয়েছে কি এগুলো দেখার জন্য?
এবিষয়ে ভুক্তভোগী নজু মিয়া বলেন, রাতে তারা ডাব চুরি করতে এসে ধরা পড়েছে। স্থানীয় মেম্বার ও একই গ্রামের তোতা মিয়া তাদেরকে ডেকে এনে ক্ষমা চেয়ে গেছে। কিন্তু সকালে আমি বাড়ি থেকে বের হলেই লুৎফর তার ছেলে শান্ত এবং তাদের বাড়ির সবাই আমাকে এবং আমার ছেলেকে মারতে আসে। এটা আবার কোন বিচার।
এবিষয়ে যুবদল নেতা হৃদয় বলেন,এ ঘটনার সাথে আমি ছিলাম না। উঠতি বয়সের ছেলে পেলে সখের বিষয়ে এটা করেছে রাতেই তো মাফ চাউয়ে দিয়েছি। এ নিয়ে নিউজ করার দরকার নেই। রাজনৈতিক ভাবে কি করেন জানতে চাইলে তিনি বলেন দলে এভাবে আমার কোন পদ নেই কিন্তু আমরা সমর্থক হিসাবে কাজ করি।
বিষয়টি ২ নং ওয়ার্ড মেম্বার আকবার মিয়া বলেন- রাতে এ ঘটনা শোনার পর আমি গিয়ে তাদের কাছে ক্ষমা চাউয়ে দিয়েছি। ঐ সমস্ত ছেলেরা রাজনৈতিক ভাবে কি করে জানতে চাইলে তিনি বলেন তারা কেউ যুবদল কেউ ছাত্রদলের সাথে সম্পৃক্ত আছে। কিন্তু এ বিষয়টি নিয়ে কোন নিউজ করার দরকার নেই। কারণ সবাই একই জায়গায় বসবাস করে।
Leave a Reply