তানিম আহমেদ নালিতাবাড়ি (প্রতিনিধি)
শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার শিমুলতলা এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে রেহেনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিমুলতলা গ্রামের ওয়াদুদ মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী হাফিজুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বুধবার সন্ধ্যায় হাফিজুর রহমান ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওয়াদুদ মিয়ার ভাই আব্দুল মোমেনের বাড়িতে হামলা চালায়। হামলায় আব্দুল মোমেন, কামরুল ইসলাম আকাশ ও রেহেনা খাতুন গুরুতর আহত হন।
আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রেহেনা খাতুনের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আহত রেহেনা খাতুনের স্বামী ওয়াদুদ মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হাফিজুর রহমানসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে শনিবার (১৫ মার্চ) ইয়াসিন আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযুক্ত হাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুনঃ শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
Leave a Reply