রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ ইউপি সদস্য বাসর সরদার ও তার সহযোগী নুহ মিয়া নামে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) ভোর রাতে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পশ্চিম পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বাসর সরদার সূর্যনগর পশ্চিমপাড়া এলাকার মৃত গফুর সরকারের ছেলে। তিনি সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য। আরেকজন নুহ মিয়া একই এলাকার মতি মিয়ার ছেলে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নুহ মিয়ার বাড়িতে অভিযান চালালে তার গোয়াল ঘর থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।নুহ মিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়-মোটরসাইকেলটি ইউপি সদস্য কাছ থেকে ক্রয় করেছে।
পরে ইউপি সদস্য বাসর সরদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। চোরাই মোটরসাইকেলটি জব্দ করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ ময়মনসিংহ প্রেস ক্লাবের কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- হাইকোর্টের রুল জারি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.