নিজস্ব প্রতিনিধিঃ তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কলকি হারা এলাকায় বহুল প্রতীক্ষিত কাঠের সেতুর উদ্বোধন করা হয়েছে। ১৭ মার্চ, সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করেন রাজিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত অধ্যাপক মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার মোহাম্মদ আব্দুল লতিফ, মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই কাঠের সেতুর নির্মাণের ফলে কলকি হারা খালের দুই পাড়ের প্রায় ৫০ হাজার মানুষের যোগাযোগব্যবস্থা সহজতর হলো। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এখানে একটি স্থায়ী সেতুর প্রয়োজন ছিল। অস্থায়ী কাঠের সেতুটি নির্মাণ হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ সহজেই যাতায়াত করতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, "এই অঞ্চলের মানুষের ভোগান্তি কমাতে এই অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।"
স্থানীয় জনগণ সেতুটি উদ্বোধনের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত স্থায়ী সেতুর দাবি জানিয়েছেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.