ঝিনাইগাতী (শেরপুর)প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা আজ সোমবার রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে ।
প্রধান অতিথি হিসাবে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, শেরপুর তিন আসনের সাবেক সংসদ বর্তমানও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন । নলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুকনুজ্জামানের সার্বিক তত্তাবধানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান, লুৎফর রহমান, আব্দুল মান্নান হিরা সহ উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধরা । এ সময় মাহমুদুল হক রুবেল বলেন দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও মানুষকে হয়রানি করলে সেটা আমার কাছের লোক হলেও তাকে আইনের আওতায় আনা হবে ।
তিনি আরো বলেন ৫ই আগস্টের পর স্বৈরাচারী শেখ হাসিনার যে পতন আল্লাহর কৃপায় হয়েছে তা আমাদের ভাগ্যের ব্যাপার তাই সকল বিএনপির নেতাকর্মীদের এখন সাধারণ মানুষ ও নির্যাতিত পরিবারের পাশে থেকে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কাজ করার ও খালেদা জিয়া পরিবারের জন্যে দোয়া করার আহবান রাখেন । ইউনিয়ন থেকে ৪ হাজার নেতাকর্মীরা ইফতার মাহফিলে যোগদান করেন ।
সংযুক্ত
আরও পড়ুন ডাব চুরি করতে গিয়ে গ্যাঁড়াকলে যুব ছাত্রদলের ৬ কর্মী
Leave a Reply