মোঃ লিটন হোসেন ঝিনাইদহঃ
পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যে দিয়ে উৎযাপনের লক্ষ্যে ঝিনাইদহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রথীন্দ্রনাথ রায়, উপাজলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী,পুলিশ সুপারের প্রতিনিধি মাহফুজুর রহমান, ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীরসহ বিভিন্ন অফিস প্রধান,মসজিদের ইমাম এবং খতিববৃন্দ।
সভায় প্রধান অতিথি ঈদুল ফিতর উযাপন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সভায় পৌরসভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় উজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল ৮ টায় ঝিনাইদহ সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা মাঠ, সকাল সাড়ে ৮ টায় মডেল মসজিস সহ স্থানীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সভায় জেলাবাসী যাতে সুন্দর নির্বিঘেœ ও নিরাপত্তার সাথে ঈদ উদযাপন করতে পারে তার সকল ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আরও পড়ুনঃ সরিষাবাড়ীতে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
Leave a Reply