তানিম আহমেদ নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুর প্রতিনিধি, ১৮ মার্চ: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় ও দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন "জাগ্রত মানবতা"। আজ মঙ্গলবার (১৮ মার্চ) সংগঠনটি নালিতাবাড়ীর ৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
প্রায় ২৫ হাজার টাকা মূল্যের এই উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, ডাল, ছোলা বুট, গুঁড়ো দুধ এবং সাবানের মতো প্রয়োজনীয় জিনিসপত্র।
শুধু ঈদ উপহার বিতরণই নয়, এবারের রমজান মাসে "জাগ্রত মানবতা" "তৃপ্তির ইফতার-২০২৫" নামে একটি বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে। এই উদ্যোগের মাধ্যমে গত দুই সপ্তাহে পৌর শহরের প্রায় ২০০ জন ভাসমান ও অসহায় পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি তাজবির হাসান সিফাত এই প্রসঙ্গে বলেন, "প্রতিষ্ঠার পর থেকেই জাগ্রত মানবতা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ভিন্নধর্মী কাজ করার চেষ্টা করে আসছে। সকলের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেলে আমাদের এই প্রচেষ্টা আরও বহুদূর পর্যন্ত বিস্তৃত হবে।"
উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ জানুয়ারি "জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন" প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ঈদকে সামনে রেখে অসহায়দের মাঝে এই উপহার বিতরণ তাদের সমাজসেবামূলক কার্যক্রমেরই একটি অংশ।
আরও পড়ুনঃ পলাশবাড়ীতে শ্রমিকলীগ নেতা ও ফুটবল এসোসিয়েশনের সভাপতি লিটন গ্রেফতার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.