সিনিয়র স্টাফ রিপোর্টার শ্রী রামবাবু বর্মন
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় প্রাইভেটকার ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোভ্যানের চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ মার্চ) বিকেল তিনটার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকারের মালিককে জনতা আটক করেন ।
নিহত দুই যাত্রী হলেন- কালাই উপজেলার পুনট ইউনিয়নের ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মণ্ডল (৪০) এবং একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৬০)।
আর আহতরা হলেন- কালাই উপজেলার ভূগোইল গ্রামের ভ্যানচালক নুরুল ইসলাম আকন্দ এবং একই ইউনিয়নের বুড়াইল গ্রামের আশরাফ আলী। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন হতাহতের বিষয় নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ লাকসামে কর্মহীন-হতদরিদ্র দুইশ’ পরিবারের মাঝে ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ
Leave a Reply