নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের রাজিবপুরে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত অধ্যাপক মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার আব্দুল লতিফ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী এবং ছাত্র প্রতিনিধিরা।
সভায় বক্তারা ২৫ মার্চের গণহত্যার বিভীষিকা স্মরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, ২৫ মার্চ রাত ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা হবে এবং ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হবে। এছাড়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, "আমাদের স্বাধীনতা সহজে আসেনি। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তাই এই দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করতে হবে।"
সভায় উপস্থিত সকলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপনের জন্য আন্তরিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
আরও পড়ুনঃ শ্রীবরদী সীমান্তে অবৈধ বালু উত্তোলন বন্ধে দিনব্যাপী অভিযান ১২ ড্রেজার মেশিন ধ্বংস
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.