মোঃলিটন হোসেন ঝিনাইদহ জেলাপ্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় মাহে রমজানের তাৎপর্য, ব্যবসায়ী এবং চাষীদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া এলাকায় লক্ষ্মীপুর সীমান্তবাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইন্ডিয়ান সনি সীডের পক্ষে মেহেরপুরের বাজীতপুর বীজ ভান্ডারের আয়োজনে এতে মনোহরপুর ইউনিয়নের প্রায় শতাধিক কৃষক অংশগ্রহণ করে।
এসময় স্থানীয় পেঁয়াজ চাষী আসাদুজ্জামান বকুলের সভাপতিত্বে ব্যবসায়ী ও পেঁয়াজ চাষীদের করণীয় শীর্ষক আলোচনা সভায় মেহেরপুরের বাজীতপুর বীজ ভান্ডারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, কুষ্টিয়া বীজ ভান্ডারের শাহীন, মুজিবনগর বীজ ভান্ডারের নাহারুল ইসলাম, খোকসা বীজ ভান্ডারের আরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ইন্ডিয়া থেকে আমদানিকৃত হাইব্রিড সুখসাগর পেঁয়াজ বীজ জীবনকাল ১০০ থেকে ১০৫ দিন।
এ জাতের পেঁয়াজের ফলন একর প্রতি ৫৫০ মন পাওয়া যায়। যা চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন। তারা বলেন, শৈলকুপা উপজেলায় বিগত মৌসুমে দেড়’শ জনের বেশি চাষি হাইব্রিড জাতের সুখসাগর পেঁয়াজ বীজ রোপণ করেছিল। চাষীরা সবাই ফলন ভালো পেয়েছেন।
এসময় উপস্থিত চাষিরা হাইব্রিড সুখসাগর পেঁয়াজ বীজ রোপণ করে মনপ্রতি অন্যান্য জাতের তুলনায় বেশি লাভবান হয়েছেন বলে জানান।
Leave a Reply