1. admin@dashani24.com : admin :
  2. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  3. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  4. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  5. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  6. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  7. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  8. lalsobujbban24@gmail.com : Md. Shahidul Islam : Md. Shahidul Islam
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস রাজিবপুরে গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার ইফতার মাহফিল ঠাকুরগাঁওয়ে বন্ধুদের চক্রান্তে প্রাণ গেলো মিলনের, কথিত প্রেমিকাসহ গ্রেপ্তার ৩ কালাই মডেল প্রেসক্লাবের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল কোলাগাও ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান উপজেলা প্রকৌশলীর ইফতার মাহফিল আমদানি-রফতানি কম তবু বেনাপোলে রাজস্ব আয় বৃদ্ধি যশোরে ৩০০০ বস্তা সরকারি সার উদ্ধার, আটক-৩ রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় গভর্নিং বডি নির্বাচন শেরপুরের ঝিনাইগাতীতে ভিজিএফ’র চাল পেলো ১২৬২২ হত-দরিদ্র পরিবার

রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় গভর্নিং বডি নির্বাচন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৬ বার পঠিত

মোঃ শাকিল আহামাদ রাজশাহীঃ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান রাজশাহী দারুদ সালাম কামিল মাদ্রাসা গভর্নিং বডি অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ বুধবার সকাল দশটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত গ্রহণ চলতে থাকে।

ভোট চলাকালে ভোট কেন্দ্রে পরিদর্শন করতে আসেন বাংলাদেশ জামাতের ইসলামী রাজশাহী মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোঃ মাহবুবুল আহসান বুলবুল। ‌ তিনি বলেন সুষ্ঠু সুন্দরভাবে নিরপেক্ষ নির্বাচন চলছে অভিভাবকগণ এসে তাদের ইচ্ছামত ভোট দিচ্ছে পরিবেশটাও খুব ভালো লাগছে। কিন্তু রমজান মাস উপলক্ষে ভোটার সদস্য কম । অনেকে রমজান মাসে রোজা রেখে আসতে পারে নাই। তবে যারা নির্বাচনে নির্বাচিত হবেন তারা অবশ্যই এ দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসার জন্য ভালো কাজ করবেন বলে আমি আশা করি।

ভোট কেন্দ্র আরো প্রদর্শন করেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জাকির হোসাইন, তিনি বলেন সকালে সকল প্রার্থীদের স্বাক্ষর নিয়ে ভোট গ্রহণ চালু করা হয়। এবং সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সুস্থ সুন্দরভাবে ভোট চলমান।

অত্র মাদ্রাসার অভিভাবক সদস্য মোট ভোটার সংখ্যা ১৪৮৫ জন। উপস্থিত ভোট দিয়েছেন ২৫৭ জন। অব্যবহৃতহিত ব্যালট ৪২৯ । টোটাল ভোট করেছে ৭৭১, বাতিল ভোট ৬ । হারানো ভোট ২। ভোট গ্রহণ চারটা বুথের মাধ্যমে গ্রহণ করা হয়। একজন ভোটার মোট তিনজন প্রার্থীকে ভোট দিতে পারবেন।

ভোটাররা বলেন, ভোটকেন্দ্র যথেষ্ট সুষ্ঠু সুন্দরভাবে আমরা ভোট দিয়ে আসলাম আমরা চাই যারা উত্তীর্ণ হবে নির্বাচনের মাধ্যমে তারা অত্র মাদ্রাসার জন্য কাজ করে যাবে। সকাল থেকে সুষ্ঠু সম্পন্ন ভাবে ভোট গ্রহণ চলতে থাকে।

ইবতেদায়ী ও দাখিল সেকশনে প্রার্থী ছিলেন-২ জন। কাজী মাওলানা মোঃ শফিকুল ইসলাম তার ‘বই’ প্রতীক নিয়ে তিনি ২৮ ভোট পেয়েছেন। প্রতিপক্ষ ছিলেন শরীফ আল মাহমুদ ফারুকী তার ‘আম’প্রতীক নিয়ে ২৩০ ভোট পেয়েছেন। “আম” প্রতীক ২০২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

আলিম ও ফাজিল সেকশনে প্রার্থী ছিলেন-২ জন। মোঃ আবুল কালাম বাবু তার ‘মিনার’ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৮ ভোট। প্রতিপক্ষ মোঃ দেলোয়ার হোসাইন। তার “ছাতা” নিয়ে ২২৬ ভোট পেয়েছেন। “ছাতা” প্রতীক ১৯৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

কামিল সেকশনে প্রার্থী ছিলেন ২জন। মোঃ আশরাফ আলী মধু তার ” চেয়ার” প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৫। প্রতিপক্ষ মোঃ ইউনুস আলী তার “আনারস” প্রতীক নিয়ে ২৩৭ ভোট পেয়েছেন। “আনারস” প্রতীক ২২২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন “লাইলা নূর” নির্বাহী ম্যাজিস্ট্রেট’ শিক্ষা কল্যাণ শাখা রাজশাহী। তিনি ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন সুস্থ সুন্দরভাবে নির্বাচন হয়েছে। এবং আগামী তিন বছরের জন্য তারা এড হক কমিটির সদস্য হিসাবে মাদ্রাসা পরিচালনা করবেন।

ভোট গণনার সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা মন্ডলী। ফলাফল ঘোষণার পরে এলাকাবাসী অভিভাবক ও মাদ্রাসার ছাত্রগণ বলেন, যারা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন তাদের কাছে আমাদের একটাই আশা তারা অত্র প্রতিষ্ঠানকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালন করবে। এবং গরিব অসহায় ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফি সেশন ফি কমানোর দাবি জানিয়েছেন। গরিব অসহায় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। পরিশেষে তারা নির্বাচিত প্রার্থীদের মঙ্গল কামনা করেছেন এবং মাদ্রাসা যেন সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে পারে সে দোয়া করেছেন।

আরও পড়ুনঃ শেরপুরের ঝিনাইগাতীতে ভিজিএফ’র চাল পেলো ১২৬২২ হত-দরিদ্র পরিবার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park