মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে জনপ্রতি ১০কেজি করে ভিজিএফ’র চাল পেলো ১২৬২২টি দুঃস্থ/অসহায়/অন্যান্য/ দূর্যোগাক্রান্ত/অতি দরিদ্র পরিবার।
দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার (২০মার্চ) সকাল থেকে একযোগে উপজেলার সবগুলো ইউনিয়নে এই চাল বিতরণ করা হয়।জানা গেছে, জনগণের আনুপাতিক হারে ঝিনাইগাতী সদর ইউনিয়নে ২১৭৫, হাতীবান্দা ইউনিয়নে ৯২৯, মালিঝিকান্দা ইউনিয়নে ১৯৬৫, গৌরীপুর ইউনিয়নে ১২৩০, ধানশাইল ইউনিয়নে ১৬৮৮, কাংশা ইউনিয়নে ২৪৪২ এবং নলকুড়া ইউনিয়নে ২১৯৩জন সহ সর্বমোট ১২৬২২জন হত-দরিদ্র পরিবারের প্রত্যেককে ১০কেজি করে চাল প্রদান করা হয়।
উক্ত চাল বিতরণে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সদস্য,ইউপি সচিব ও ট্যাগ অফিসার সহ গ্রাম্য পুলিশগণ দ্বায়িত্ব পালন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণে পরিদর্শন করেন। এই চাল বিতরণের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন প্রবাসী কাশেম আলীর স্বপ্ন ভাংলো স্বপ্নের রানী আলেয়া
Leave a Reply