পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেছেন, দেশ ও জনগণের স্বার্থে দ্রুত নির্বাচন জরুরী হয়ে পড়েছে। নির্বাচন গড়িমসি জনগণ ভালো চোখে দেখছে না, জনগণের আস্থা অর্জন করে দ্রুত সংস্কার করে ডিসেম্বর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করতে সকল ভেদাভেদ ভুলে ঐকবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি ২০ মার্চ বৃহস্পতিবার কোলাগাও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যােগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কোলাগাও ইউনিয়ন বিএনপির নেতা আবদুল আজিম মেম্বারে সভাপতিত্বে হারুন কাঁকন এর পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ শাহাদাত আহমদ, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক কমিশনার বদরুল খায়ের চৌধুরী,
নগর ছাএদল সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ, দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম নেছার চেয়ারম্যান, বিএনপি নেতা জাহাঙ্গীর কবির, জাহাঙ্গীর আলম চৌধুরী জিল্লুর রহমান, জসিম উদ্দিন মাষ্টার, নাছির উদ্দীন, ,সাবেক কমিশনার আমির হোসেন, রবিউল হোসেন বাদশা, আবছার উদ্দীন সোহেল, এস এম সুমন, সেলিম মাষ্টার, এম এ রুবেল সহ জেলা উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতা সহ সহস্রাধিক কর্মী সমর্থক পেশাজীবি লোকজন উপস্থিত ছিলেন
Leave a Reply