নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারাঃ পবিত্র রমজান মাস উপলক্ষে কুড়িগ্রামের রাজিবপুরে গণমাধ্যম কর্মীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী। বৃহস্পতিবার (২০ মার্চ)উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু এবং রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।
রাজিবপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ আয়োজনে অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাংবাদিকরা। এই ইফতার মাহফিল মূলত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি ছোট প্রয়াস।”
এ সময় অন্যান্য অতিথিরাও সাংবাদিকদের নিরলস পরিশ্রম ও অবদানের প্রশংসা করেন। তারা বলেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সমাজের সমস্যা, অসঙ্গতি ও উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরেন, যা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন।
রাজিবপুর উপজেলা প্রশাসনের এমন আয়োজনে সাংবাদিকরা অত্যন্ত আনন্দিত হন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply