ঝিনাইগাতী :(শেরপুর)প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা বাছুর ও উপকরণ বিতরণ করা হয়েছে ।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ৫০টি পরিবারের মাঝে বকনা বাছুর ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম আব্দুর রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম. ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলী প্রমুখ ।
বিতরণকৃত উপকরণগুলোর মধ্যে ছিল ১০০ কেজি গবাদি পশুর খাদ্য, ৫ পাতা ডেউটিন, ৪টি ঘরের খুঁটি এবং ২ প্যাকেট ভিটামিন ও মিনারেল প্রিমিক্স।
আরও পড়ুনঃ শেরপুরে বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু, গ্রেফতার-১
Leave a Reply