তানিম আহমেদ নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পূর্ব সমশ্চুড়া পাহাড়ে বন্যহাতির দল খাদ্য সংগ্রহ করতে এসে বোরো ধান খেতে তান্ডব চালায়। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত আনুমানিক দশটার দিকে পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।
বন্যহাতির দল কৃষকের বোরো খেতে হানা দিলে, খেত রক্ষায় কৃষক জিয়াউল হক জিয়া বিদ্যুতের তার দিয়ে রাখেন। সেই তারে জড়িয়ে একটি মাঝ বয়সী পুরুষ হাতি বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
ঘটনার পরপরই নালিতাবাড়ী থানা পুলিশ কৃষক জিয়াউল হক জিয়াকে নন্নী বাজার থেকে গ্রেফতার করে। শুক্রবার (২১ মার্চ) বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে ওই কৃষকের বিরুদ্ধে বন্যহাতি হত্যার অভিযোগে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে কর্মরতরা শেরপুর ও ময়মনসিংহে বসে অফিস করেন। বনাঞ্চলে তারা নিয়মিত খোঁজ-খবর রাখেন না। ফলে প্রায়ই বন্যপ্রাণী হত্যা ও শিকারের ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ সংযুক্ত আরব আমিরাতে রাস- আল খাইমাহ বিএনপি’র উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Leave a Reply