মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক কলেজ ছাত্রকে অপহরণের অভিযোগ ওঠে তার বন্ধু সহ একটি চক্রের বিরুদ্ধে। অবশেষে সেই বন্ধুর বাসার পাশে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার হয়েছে তিনজন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। আটককৃতরা হলেন, সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে সিজান (২৮), মাদারগঞ্জ পাইকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মুরাদ (২৫) ও সালন্দর ইউনিয়নের তেলীপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে রত্না আক্তার ইভা (১৯)।
[caption id="attachment_15369" align="alignnone" width="298"] নিহত মিলন
[/caption]
পুলিশ জানায়, গতরাতে মিলনের বন্ধু সিজান ও মুরাদকে প্রথমে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। এসময় তাদের দেয়া তথ্য মতে রাতেই সিজানের বাসার পিছে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে আবারও জিজ্ঞাসাবাদে জানা যায়, এ ঘটনার সাথে জড়িত ছিলেন রত্না নামের আরেকজন ব্যক্তি। যে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলনকে।
পরে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সকালেই হত্যাকারী সিজানের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে এসে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান তারা।
গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন। এরপর কয়েক দফায় মুক্তিপণ দাবি করে ২৫ লক্ষ টাকা নেয় অপহরণকারীরা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.