রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় মশার উপদ্রব কমাতে গিয়ে পাঁচটি পরিবার সর্বহারা হয়েছে।শুক্রবার (২১ মার্চ) রাত আনুমানিক সাড়ে এগারো টায় ১নং রুহিয়া ইউনিয়নের গেদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মতো নসি বেগম (৬২) সে তার গরু ঘরে মশা দমনের জন্য রাতে কয়েল ব্যবহার করে। অদ্য রাতেও কোয়েল জ্বালিয়ে দিয়ে সে তার বিছানায় শুইলে হঠাৎ কোয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে পজিরুল, আমজাদ, ইসাহাক, সহ আরো কয়েকজন ঘরবাড়ি, মোট ৫ পরিবারে ৮টি ঘর পুরে যায়।
২ টি বিদেশি গরু ও ১ টি দেশি ঝলসে পুরে মারা যায়। এতে নগদ টাকা পয়সা সহ সব মিলে মোট ক্ষতির পরিমাণ প্রায় ১২ লক্ষ টাকা। এলাকাবাসী জানায়, আগুনের গতি এমনই ছিল যে নিয়ন্ত্রণের বাইরে, নিয়ন্ত্রণে আনা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম ওদের শেষ সম্বল বলে কোন কিছু উদ্ধার করতে পারেনি। আমরা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ফোন করা হলে আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস ঘটনা স্থানে এসে পৌঁছায়। বর্তমানে এই পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল। এখন তারা কোন রকমে একটা গোয়াল ঘরে অবস্থান করতেছে।
অন্য আরেকজন বলেন, রুহিয়াতে ঘন ঘন অগ্নিদুর্ঘটনা ঘটে, গত কয়েকমাসে অনকগুলো অগ্নিদুর্ঘটনাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ফায়ার সার্ভিসের কোন পয়েন্ট রুহিয়ায় না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা যায় না। আগুন লাগার সাথে সাথে তাদের খবর দিলেও তারা আসতে আসতে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের আয়োজনে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত
Leave a Reply