বিশ্বজিৎ চন্দ্র সরকার গোপালগঞ্জ থেকেঃ আজ শনিবার (২২ মার্চ ২০২৫) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুলিশের তৎপরতায় এবং চৌকস অফিসার এসআই মনিরের নেতৃত্বে এক নিখোঁজ শিশু উদ্ধার হয়েছে।
ঘটনার বিবরণ: বর্নী বাশুরিয়ার সালাম মোল্লার ছেলে আলামিন এবং বাগেরহাট জেলার চিতলমারী থানার শৈলদাহ গ্রামের নজরুল ইসলামের মেয়ে তাসকিয়া দেড় বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিছুদিন পর তাদের এক পুত্রসন্তান জন্ম নেয়।
দীর্ঘদিন সংসার করার পর আলামিন বিদেশে চলে যান। এরপর থেকেই তাসকিয়ার ওপর তার শ্বশুরবাড়ির লোকজন নানা রকম শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। একপর্যায়ে তাসকিয়া বাবার বাড়িতে ফিরে যান। কিছুদিন পর হঠাৎ করেই তার সন্তানকে খুঁজে পাচ্ছিলেন না।
এদিক সেদিক করে সকল আত্নীয়ের বাড়ীতেও খুঁজে না পেয়ে তাসকিয়া টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে টুঙ্গিপাড়া থানার দায়িত্বরত অফিসার এসআই মনির তার টিম নিয়ে তদন্ত শুরু করেন। তদন্ত শেষে আজ শিশুটিকে তাসকিয়ার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর এসআই মনির শিশুটিকে তার মা তাসকিয়ার হাতে তুলে দেন। পাশাপাশি শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করেন এবং তাদের মধ্যে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনেন।
এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসআই মনিরের এ প্রশংসনীয় ভূমিকার জন্য তাকে অভিনন্দন জানান। তারা বলেন, পুলিশের এই কার্যক্রমের ফলে জনগণের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুনঃ পটিয়া লাইফ কেয়ার স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক প্রাঃ লিঃ উদ্যোগের ইফতার ও দোয়া মাহফিল
Leave a Reply