এস এম লিংকন – নাজিরপুর উপজেলা প্রতিনিধি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর নাজিরপুর উপজেলা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন মোঃ সিরাজুল ইসলাম। শননিবার (তারিখ – ২২-০৩-২০২৪ইং) আনুষ্ঠানিকভাবে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সিরাজুল ইসলামকে পরিচয়পত্র পড়িয়ে দেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক মোঃ নাঈম মোল্লা, নাজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক এস এম লিংকন এবং কার্যকরী সদস্য মোঃ সাইফুল ইসলাম।
নিয়োগ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে মোঃ সিরাজুল ইসলাম বলেন, “আমি কৃতজ্ঞ ন্যাশনাল প্রেস সোসাইটির সম্মানিত চেয়ারম্যান জনাব মাহবুবুল ইসলাম এবং সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকারের প্রতি। এই পদ আমাকে মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য আরও বেশি কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করব।”
উল্লেখ্য, ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা হিসেবে দেশে তথ্য অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে নাজিরপুর উপজেলায় সংস্থার কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
আরও পড়ুনঃ কালিহাতীতে রাজনৈতিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল
Leave a Reply