দিনাজপুর থেকে মো: ফজলুর রহমান: দহগ্রাম সীমান্তে মানব পাচারকারী ও মক্কেল আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে রংপুর বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পের সদস্যদের হাতে জয়নাল আবেদীন (৩৫) নামে এক মানব পাচারকারী আটক হয়েছে।
আটক জয়নাল আবেদীন দিনাজপুর সদর থানার কান্নাই গ্রামের আজিজুল হকের ছেলে।এসময় তার মক্কেল পাটগ্রাম উপজেলার শালদলি গ্রামের শ্রী দীপকের ছেলে ধ্রুব (১৭) কেও আটক করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে,২৩মার্চ, রোববার দুপুর ১টায়,ঐদুই ব্যক্তি দহগ্রাম করিডোর চেকপোস্ট দিয়ে পার হওয়ার সময় বিজিবির সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করলে আটক জয়নাল আবেদীন স্বীকার করে ২০হাজার টাকার বিনিময়ে সে ধ্রুবকে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে আসে। উভয়ই তাদের অপরাধ স্বীকার করলে বিজিবি তাদেরকে আটক করে পাটগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
আরও পড়ুনঃ ন্যাশনাল প্রেস সোসাইটির নাজিরপুর উপজেলা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে মোঃ সিরাজুল ইসলামের নিয়োগ
Leave a Reply