তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী-এর সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের ভয়াবহ স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উক্ত সভায় বক্তব্য রাখেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার আব্দুল লতিফ
উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া চর রাজিবপুর বিএম কলেজের অধ্যক্ষ মাহাবুব রসিদ মণ্ডল বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামক পরিকল্পিত অভিযানের মাধ্যমে নিরস্ত্র বাঙালিদের ওপর ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালায়। হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়। এই দিনটি বাংলাদেশে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়, যা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক কালো অধ্যায়।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী ও সুধীজন।
সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় বক্তারা ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
আরও পড়ুনঃ গাইবান্ধার পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত
Leave a Reply