মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মিলন হোসেনের নৃশংস হত্যাকান্ডের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। রোববার বিকেলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার দুই আসামি। একইসঙ্গে, মামলার তদন্তের স্বার্থে আরও দুই আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।
আদালত সূত্র জানায়, মিলন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার ১ নম্বর আসামি সেজানের ভাগনি রত্না আক্তার ইভা এবং সেজানের ভাগ্নে মনিরুল হক। ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে তারা এ জবানবন্দি দেন।
অন্যদিকে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই নাবিউল ইসলাম, সেজান আলী ও মুরাদ ওরফে নাসিমের রিমান্ড আবেদন করলে আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাসুদ জানান, মিলন হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুই আসামি। অন্য দুই আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর। একই সঙ্গে এ মামলার ১ নম্বর আসামি সেজানের মা শিউলী বেগমের পাঁচ দিনের রিমান্ডের শুনানি ২৪ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে।
গত ২২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পেছন থেকে নিখোঁজ হন মিলন। অপহরণকারীরা মিলনের পরিবারের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর, ১৯ মার্চ রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুর বিট বাজার এলাকার একটি বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের গর্ত থেকে মিলনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.