ফারুক হোসেন রুহিয়াঃ ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় দ্বিপশিখা স্কুলে রেলগেট রাস্তায় রেল ক্রুসিং না থাকায় রেলপার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলটির আরও এক আরোহী।
বুধবার দুপুরে জেলা সদরের রুহিয়া এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবক। এতে ঘটনা স্থলে ১ জন মারা যান। নিহতের পরিচয় বালিয়াডাংগী উপজেলা সর্বমঙ্গল এলাকার আমিরুলের ছেলে রাজিব(২৯)। আর আহত ব্যক্তির নাম ইমরুল ইসলামের ছেলে মানিক তারা একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া দ্বীপশিখা বিদ্যালয় এলাকায় পৌঁছালে অরক্ষিত রেল লাইন পারাপারের সময় মোটরসাইকেল ও ট্রেনের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। তাদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছে।’
আরও পড়ুনঃ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.