মো মুক্তার হোসেন:ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১৪৪ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথমে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, থানার ওসি (তদন্ত) মো. রবিউল ইসলাম আজম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব শাহা, কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির আহŸায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ন আহŸায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে একাত্তরের বীর শহীদদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন, আলোচনা, কুচকাওয়াজ, রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতাসহ নানা ধরনের কর্মসূচি পালিত হয়েছে
Leave a Reply