নড়াইল প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এ বছরেও শতাধিক রোজাদারদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে নড়াইলের সামাজিক সংগঠন ‘চলো পাল্টাই।’
বুধবার (২৬ মার্চ) বিকেলে চলো পাল্টাই সংগঠনের উদ্যোগে শহরের পুরাতন বাস টার্মিনালে চলো পাল্টাই অস্থায়ী অফিসের সামনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চলো পাল্টাই এর সভাপতি জাকারিয়া খান। ইফতার মাহফিল শেষে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় শহর সমাজসেবা অফিসার মোঃ সুজা উদ্দীন, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমান, এসএমএ জলিল, শিক্ষিকা জেসমিন আরা, ডাঃ দীপ বিশ্বাস সুদীপ, ডাঃ স্মৃতি কণা সরকার, চলো পাল্টাই সংগঠনের উপদেষ্টা মোসাঃ হামিদা খাতুন, সৌরভ ব্যানার্জি, ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেতা মো: ইমরান হোসেনসহ শতাধিক রোজাদাররা উপস্থিত ছিলেন।###
আরও পড়ুনঃ রাজিবপুরে বিশিষ্ট পল্লী চিকিৎসক শ্রী আদিল চন্দ্র রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠিত
Leave a Reply